ঘূর্ণিঝড় 'ফণী'র কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শুক্রবার থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় আটকে পড়েছে ছোট-বড় পাঁচ শতাধিক যানবাহন।
আটকে পড়া যানবাহনের শ্রমিক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এদিকে জেলার সর্বত্রই থেমে থেমে হালকা ঝড়সহ বৃষ্টিপাত হচ্ছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নদী উত্তাল থাকায় শুক্রবার বিকাল ৪টা থেকে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকার কারনে পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় ছোট-বড় পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে আটকা পড়েছে যানবাহনের শ্রমিক ও যাত্রীরা। দীর্ঘ সময় ঘাটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। ফণীর প্রভাব না কেটে যাওয়া পর্যন্ত ফেরিসহ নৌযান চলাচল বন্ধ থাকবে। এমতাবস্থায় ফেরিসহ সকল নৌযান নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন