২০ মে, ২০১৯ ১৯:৫৪

মানসিক ভারসাম্যহীন লিলি ফিরে পেল পরিবার

নাটোর প্রতিনিধি:

মানসিক ভারসাম্যহীন লিলি ফিরে পেল পরিবার

পুলিশ ও সাংবাদিকদের প্রচেষ্টায় মানসিক ভারসাম্যহীন লিলি বেওয়া ফিরে পেয়েছে তার পরিবার। রবিবার সন্ধ্যায় সিংড়া ওভারব্রিজে ঘোরাঘুরি করছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মানসিক ভারসাম্যহীন লিলি বেওয়া। স্থানীয় সাংবাদিকরা তাকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং সিংড়া থানার ওসিকে বিষয়টি অবগত করেন।

ওসি ওই নারীর নিরাপত্তার কথা ভেবে তাকে থানায় নিয়ে যান এবং  দুপচাঁচিয়া থানার ওসির সাথে কথা বলেন। সোমবার সকালে সিংড়া থানায় লিলিকে নিতে আসেন তার ছেলে জাহাঙ্গীর আলম, মেয়ে জাকিয়া ও জামাতা নুর ইসলাম। তারা তাদের মাকে পেয়ে ব্যাপক উচ্ছ্বাসিত। 

তাদের সাথে কথা বলে জানা যায়, রবিবার সকালে বাসা থেকে বের হয় লিলি। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রাতে ওসির ফোন পেয়ে আস্বস্ত হন তারা। 

তারা আরও বলেন, লিলি বেওয়ার স্বামী প্রায় ২১ বছর আগে মারা যায়, স্বামী মারা যাবার পর থেকে মানসিক সমস্যা দেখা দেয় তার। 

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সাংবাদিকদের সহায়তায় মানসিক ভারসাম্যহীন লিলি বেওয়াকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। নিজেকে খুব ভালো লাগছে এমন কাজের জন্য। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর