২৩ মে, ২০১৯ ১৬:৩৫

বগুড়ায় ঈদের পরদিন থেকে পরিবহন ধর্মঘটের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়ায় ঈদের পরদিন থেকে পরিবহন ধর্মঘটের আহ্বান

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ

বগুড়ায় ঈদের পরদিন থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ। 

ঐ কমিটির  যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সম্প্রতি বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি হয়ে কারাগারে রয়েছেন। কিন্তু তাকে কোন আইনজীবী আইনি সহায়তা দিচ্ছেন না। এ জন্য ঈদের পরদিন থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে মান্নান আকন্দ বলেন, শাহীন হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার পরিবহন ব্যবসায়ী আমিনুল ইসলামকে বগুড়া বারের সদস্যরা আইনি সহায়তা না দেওয়ায় মামলার ধার্য তারিখে ম্যাজিস্ট্রেট আদালতে তিনি নিজেই নিজেকে ডিফেন্ড করে বক্তব্য দেন। পরে জেলা জজ আদালতে আসাদ নামে একজন আইনজীবী আমিনুল ইসলামকে আইনি সহায়তা দিতে গেলে বার সমিতির সদস্যরা তাকে মারধর করে আদালত থেকে বের করে দিয়েছেন। এই অমানবিক ঘটনাটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন যা পরিবহন সেক্টরে তীব্র অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

বিষয়টি নিয়ে বিভিন্নভাবে বগুড়া বারের সাথে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। ফলে বাধ্য হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন ঈদের আগেই যদি পরিবহন ব্যবসায়ী আমিনুল ইসলামের আইনি সহায়তা নিশ্চিত করা না হয় তাহলে ঈদের পরদিন থেকেই বগুড়ার সকল সেক্টরের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে ।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আক্তারুজ্জামান ডিউক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সামস উদ্দিন হেলাল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ সিএনজি, পিকআপসহ সব ধরনের যানবাহন সংগঠনের নেতৃবৃন্দ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর