শেরপুরে ছাত্রলীগের সহযোগিতায় ও শিশুদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের নিউমার্কেট এলাকায় অর্ধশতাধিক শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
ঈদবস্ত্র বিতরণকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, চেম্বার অব কমার্সের পরিচালক অজয় কুমার চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, শিশুদের জন্য ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি মাহমুদুল আহসান মিল্লাত, সাধারণ সম্পাদক জুন্নুন আহমেদ বিজয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা জানান, ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন