ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় সিরাজ উদ-দৌলাসহ মোট ১৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার দুপুর ২টার দিকে ফেনী জজ কোর্টের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে চার্জশিট জমা দেন পিবিআই পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম।
অভিযোগপত্রে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে হত্যার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া বাকি ১৫ জন হত্যার ঘটনায় বিভিন্নভাবে জড়িত বলে অভিযুক্ত করা হয়েছে।
চার্জশিটের ১৬ আসামির মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা রুহুল আমীন ও মাকসুদ আলমও রয়েছেন।
এর আগে, মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানায় পিবিআই।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা করা হয়। পরে ওইদিনই তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ৬ এপ্রিল আলিম পরীক্ষার দিন মাদ্রাসার ছাদে নিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের সহযোগীরা। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান নুসরাত জাহান রাফি। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৯/মাহবুব