তরুণ সাংবাদিক এহসান ইবনে রেজা ফাগুনের হত্যাকারীদের দ্রুত চিহ্নিত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নকলায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ঢাকা-শেরপুর মহাসড়কের ঝুমুর সিনেমা হল মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তালাত মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা নকলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন প্রমুখ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে এর সুষ্ঠু বিচার না পেলে প্রয়োজনে সারাদেশের সাংবাদিকগণ কঠোর কর্মসূচি দিবে বলে এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। উল্লেখ্য, ২১ মে ঢাকা থেকে ট্রেন যোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হাতে নিহত হন তরুণ সাংবাদিক এহসান ইবনে রেজা ফাগুন। জামালপুর সদর উপজেলার নান্দিনা রানাগাছা এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
বিডি-প্রতিদিন/শফিক