সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী ও জঙ্গি যে দলেরই হোক তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এমপি এইচ এম ইব্রাহিম।
বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের বীর বিরক্রম মোজাফফর আহাম্মেদ হল রুমে উপজেলা পরিষদের আইনশৃংখলা সভায় তিনি একথা বলেন।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খন্দকার আর আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হাসান, সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, , জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৯/মাহবুব