দিনাজপুরের হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে হাকিমপুরের হিলির দক্ষিণ বাসুদেবপুরের মিশন স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রাজু আহম্মেদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রাজু আহম্মেদ (৩৮) স্থানীয় আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে রাজু আহম্মেদ এর বড়ভাই গোলজার হোসেন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাজু আহম্মেদ মঙ্গলবার রাতে স্থানীয় মহিলা কলেজ এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ বাসুদেবপুরের মিশন স্কুলের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো চাকু দিয়ে রাজুর গলায় আঘাত করে তারা পালিয়ে যায়।
এতে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলাকাবাসী। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় রাজুর বড় ভাই গোলজার হোসেন বাদী হয়ে রাতেই সাজুসহ ছয়-সাত জনের নামে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক