বরিশালে ঈদের কেনাকাটা তুঙ্গে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। তবে তীব্র গরমের কারণে রাতে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে। বরাবরের মতো এবারও ক্রেতাদের প্রধান আকর্ষণ ভারতীয় পোষাকে। দেশীয় তৈরী পোষাকের তেমন চাহিদা নেই ক্রেতাদের।
বিক্রেতারা বলছেন, গরম হওয়ায় এবার হালকা-পাতলা পোষাকই পছন্দ ক্রেতাদের। দেশীয় পোষাকের চাহিদা কম।
এদিকে বিশেষ ধর্মীয় উৎসবে নগরীর প্রধান প্রধান সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় এবার নগরীর হেমায়েত উদ্দিন রোডের এ কে স্কুল মাঠে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করেছে সিটি করপোরেশন।
অপরদিকে ঈদ বাজার সহ নগরবাসীর নিরাপত্তায় এবং ইভটিজিং রোধে নানা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
ঈদ বাজার ঘুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ঈদ বাজার সহ মার্কেট এবং লঞ্চঘাট ও বাস টার্মিনালে বিভিন্ন স্তরে
নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন তারা। সবাইকে সাথে নিয়েই একটি সুন্দর পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। ঈদ বাজারে ইভটিজিং রোধে জনসচেতনতা বৃদ্ধি সহ পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকধারী পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন