বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে দালাল ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং ট্যাক্স-টোকেনসহ বিভিন্ন লাইসেন্স তৈরি করে দেওয়ার নামে দালালি করার সময় কাগজপত্রসহ হাতেনাতে ১৫ জনকে আটক করা হয়।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মনজুরুল হক, জিয়াউল হক মীর এবং সোহেল রানার নেতৃত্বে বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে যাচাইবাচাই করে ভ্রাম্যমাণ আদালত ছয়জন দালালকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মহসীন চৌধুরী (২৬), মো. মুন্না (২৫), মো. আবুল খায়ের (৫২), মো. খোরশেদ (৫০), মো. জানে আলম (৩৮) এবং মো. শাহা আলম (৪০)।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম মনজুরুল হক বলেন, ‘বিআরটিএ কার্যালয়ের কয়েকটি সেবা বুথে দালাল অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। অভিযানে দালাল সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক