কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ঢালুয়া ইউপির মন্নারা পূর্বপাড়া নুরু মিয়াজী মসজিদে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামের মাসুকের ছেলে মাসুম (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে সবুজ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪-৫মাস ধরে হবিগঞ্জ জেলার এক ঠিকাদারের মাধ্যমে নাঙ্গলকোটের ঢালুয়া ইউপির মন্নারা পূর্বপাড়ায় নুরু মিয়াজী নতুন মসজিদের মিনারের কাজ চলে আসছিল। প্রতিদিনের মত দুই নির্মাণ শ্রমিক মাসুম ও সবুজ মিনারের উপর বাঁশ বেঁধে কাজ করছিল। এসময় মসজিদের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সাথে মিনারের বেঁধে রাখা বাঁশ আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায় ওই দুই নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল আলম বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নাঙ্গলকোট ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শহীদ উদ্দিন জানান, সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।
নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার