নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের পাঁচদিন পর নাজমুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ মালঞ্চি রেলব্রিজের নিচে থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ইউএনও পার্ক এলাকার রেলব্রিজের নিচে শুকিয়ে যাওয়া বড়াল নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নাজমুল ইসলাম উপজেলার ঠেঙ্গামারা মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। নিহতের বাবা বেলাল হোসেন জানান, তার ছেলে নাজমুল ইসলাম মানসিক প্রতিবন্ধী ছিলেন। সে পাঁচদিন পূর্বে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। এরপর বুধবার সকালে তার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মালঞ্চি রেলব্রিজের নিচে শুকিয়ে যাওয়া বড়াল নদীর তলদেশে পাটাতনের ওপর নাজমুলের লাশ দেখতে পায় স্থানীয়রা।
বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে, রেলব্রিজ থেকে পড়ে যুবক নাজমুলের মৃত্যু ঘটতে পারে বলে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক