চাঁপাইনবাবগঞ্জে দ্রব্যমূল্য অধিক দামে বিক্রির অভিযোগে একটি গার্মেন্টসের দোকানকে এগার হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি-পরিবেশন ও বিএসটিআইয়ের অনুমোদনহীন রং ব্যবহার করায় শহরের একটি ফার্স্টফুডের দোকানকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বুধবার বিকেলে জেলার ক্লাব সুপার মার্কেটে অভিযান চালিয়ে সাহারা গার্মেন্টস ও ড্রিমস ক্যাফে রেস্টুরেন্টকে এই জরিমানা করেন।এ সময় ওই দুটি দোকানের মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক