নাটোরের বড়াইগ্রামে ফসলী জমিতে পুকুর খননের দায়ে জমির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার জলন্দা গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ সরেজমিনে পরিদর্শন করে খননযন্ত্র (ভেকু) দিয়ে ফসলী জমিতে পুকুর খননের ঘটনার প্রমাণ পায়।
পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোয়ালফা গ্রামের রুস্তম আলী সেখের ছেলে ইন্তাজ আলী সেখকে এক লক্ষ টাকা অর্থ দণ্ডাদেশ প্রদান করেন। একই সাথে এক ঘন্টার মধ্যে খননযন্ত্র (ভেকু) জমি থেকে সরিয়ে নেওয়ার মর্মে মুচলেকা নেন ঐ জমির মালিকের কাছ থেকে।
বিডি-প্রতিদিন/শফিক