বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে গুড নেইবারস বাংলাদেশ-এর সখীপুর শাখা। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার কালিয়ান পাড়া গুড নেইবারস এর কার্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ইছাদিঘী, গজারিয়া, কীত্তোন খোলা ও কালিয়ান পাড়া এলাকার স্কুলে পড়ুয়া দুই শত কিশোরী ও তাদের মায়েরা অংশ নেয়। এ সময় গুড নেইবারস এর সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিক, মেডিকেল অফিসার অরিফুজ্জামান খান, হেলথ অফিসার মো. জাহাঙ্গীর হোসেন মাসিকের সময় স্বাস্থ্য বিধি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া স্থানীয় ইউপি মেম্বার শাহাদাত হোসেনসহ এলাকার অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিনামূল্যে তাদের মধ্যে স্যানিটারি প্যাড, সচেতনতামূলক লিফলেট ও ইফতারের সামগ্রী বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক