কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়িঘাট এলাকায় বাঁকখালী নদীতে গরু পারাপার করতে নেমে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেলা ২টায় আমির হোসাইন ও বিকাল ৪টায় মো. সাহেদের মৃতদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা মৃতদেহ দুটি উদ্ধার করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর।
জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঁকখালী নদীর মিঠাছড়িঘাট পয়েন্ট দিয়ে গরু পারাপার করতে নেমে নিখোঁজ হন মিঠাছড়ি দক্ষিণপাড়ার গুরা মিয়ার ছেলে আমির হোসাইন (২৫) এবং একই এলাকার সুলতান আহমদের পুত্র স্কুলছাত্র মো. সাহেদ(১৫)। সে মিঠাছড়ি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় মোহাম্মদ সায়েদ বলেন, গরু পার করতে গিয়ে দু'জন ডুবে যেতে থাকে। এসময় তারা একে অপর ধরে রাখার চেষ্টা করলেও পারেনি। এতে দুইজনই ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন। এর মধ্যে বেলা দুইটার দিকে আমির হোসাইন ও চারটার দিকে মো. সাহেদের মৃতদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভুট্টো মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারের পর মৃতদেহ দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক