জামায়াতের সাবেক নেতা ও ইসলামি ব্যাংক হাসপাতাল লক্ষীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান বাদশা (৩৫) কে অস্ত্রের মুখে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে নাটোরের বড়াইগ্রামের চান্দাই এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। আব্দুল হান্নানের সন্ধান পেতে তার স্ত্রী খাদিজাতুল কোবরা বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেছি। আব্দুল হান্নান বাদশার সন্ধান পেতে পুলিশ যথাযথ কাজ চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক