লক্ষীপুরের রায়পুরে বিদ্যুতের তারে জড়িয়ে কামাল হোসেন (৪৮) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধায় উপজেলার কেরোয়া ইউনিয়নের কয়াল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কামাল হোসেন কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লইট্টা গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় রায়পুর থানা সাধারণ ডায়েরি করা হয়েছে।
এলাকাবাসী জানান, মৃত কামাল হোসেন গত ১৫ বছর ধরে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রতিদিনের মত কয়াল বাড়ির জাকিরের বাসার সামনে দিয়ে মালামাল ফেরি করছিলেন।
এ সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুর থানার ওসি তদন্ত মো. সোলায়মান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত কামালের স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক