বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের পেঁচিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গ মালদা জেলার বৈষ্ণবনগর থানার জৈনপুরের মৃত বাশির শেখের ছেলে দৌলত শেখ (৪২), গোধনতলা গ্রামের এনামুল শেখের ছেলে মোয়াজ্জেম শেখ (২২), একই গ্রামের মতিউর শেখের ছেলে তাজামুল শেখ (২৫), হঠাৎপাড়া বাখরাবাদচর গ্রামের মৃত বিরেন মন্ডলের ছেলে বাবলু মন্ডল (২২), শখদলপুর কুমিরাবাজার গ্রামের সন্তোষ সিংহ’র ছেলে বিশ্বজিত সিংহ (১৯) ও বিফল মন্ডলের ছেলে বিষ্ণু সিংহ (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. বাবুল উদ্দিন সরদার জানান, সন্ধ্যা ৬টায় পেঁচিপাড়া গ্রামের জনৈক আব্দুল কাদেরের বাড়ির পেছনের আমবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা