‘আপনার অপ্রয়োজনীয় কাপড় ও জিনিসপত্র এখানে রেখে যান, প্রয়োজনীয় কাপড় ও জিনিসপত্র এখান থেকে নিয়ে যান' এমন লেখাযুক্ত দেয়ালে ঝোলানো রয়েছে শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবীসহ আরও অনেক কিছু। আর নিচে টেবিলে সাজানো রয়েছে সেমাই, চিনি, রয়েছে নতুন শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি।
গরিব, অসহায় দুঃস্থ মানুষ যাদের শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি প্রয়োজন তারা ওখান থেকে নিয়ে যাচ্ছে। অসহায় ও দুঃস্থ মানুষের প্রয়োজনে দিনাজপুরের বিরামপুরের প্রত্যন্ত অঞ্চলে এই ‘মানবতার দেয়াল’।
গত ২০ মে এই ‘মানবতার দেয়াল’টি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক। বিরামপুর উপজেলার কাটলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দেয়ালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা 'আলোর ঠিকানা'র উদ্যোগে তৈরিকৃত এ মানবতার দেয়ালটি প্রতিষ্ঠা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ‘মানবতার দেয়াল’টিতে দেখা যায়, সেখানে সারিবদ্ধ ভাবে বয়সের ভারে নুয়ে পড়া বেশ কয়েকজন নারী ও পুরুষ দাড়িয়ে আছে। টেবিলের উপর রাখা সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গি একে একে যার যেটা প্রয়োজন সে নিয়ে যাচ্ছে।
এসময় আবেদা বেগম জানান, এবার ঈদে তার সেমাই, শাড়ি কেনার মতো কোন সম্বল ছিল না। তাই ‘মানবতার দেয়াল’ থেকে সেমাই, কাপড় নিলাম।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এই মানবতার দেয়ালটিতে প্রতিদিন মানুষ এসে তার অপ্রোয়জনীয় জিনিস দিয়ে যাচ্ছে আবার কেউ নিয়ে যাচ্ছে। এই এলাকায় আগে কখন এমন উদ্যোগ কেউ নেয়নি। আসলেই এটি ‘মানবিকতার জন্য মানবতার দেয়াল’।
‘মানবতার দেয়ালের’ উদ্যোক্তা সেচ্ছাসেবী সংগঠন আলোর ঠিকানা’র চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী নূর বলেন, অসহায় মানুষের মুখে আলো ফোটানোই এই মানবতার দেয়ালের প্রধান উদ্দেশ্য। মানুষের অপ্রয়োজনীয় অনেক কিছু আছে যে অন্য কারো প্রয়োজন হতে পারে। এ জন্যই এ উদ্যোগ।
স্থানীয় কাটলা ইউপি’র চেয়ারম্যান নাজির হোসেন জানান, প্রতিটি মানুষের উচিৎ অসহায় লোকদের পাশে দাঁড়ানো। আমরা হেলায় অনেক কিছুই নষ্ট করি। এটা না করে যেভাবে মানবকল্যাণ হয় সেই দিকে সবার আগে নজর দেওয়া উচিত।
বিডি প্রতিদিন/ফারজানা