জিংক সমৃদ্ধ ধানের বিষয়ে ফরিদপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। শহরের গোয়ালচামটস্থ এসডিসি’র ট্রেনিং সেন্টারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র।
এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে এ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল সায়েন্টিফিক অফিসার ড. মহিউদ্দিন আহমদে, বিএডিসি’র (বিজ-বিপণণ) উপ-পরিচালক এফ এম ইকরামুল হক, অডিট মনিটরিং প্রজেক্ট এর উপ-পরিচালক খন্দকার হামিদুল ইসলাম, বোয়ালমারী উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, এগ্রিকালচার রিচার্স এন্ড ডেভেলপমেন্ট অফিসার জাহিদ হাসান, হারভেষ্ট প্লাস-এসডিসি’র কর্মকর্তা আবুল বাশার খান প্রমুখ।
এসডিসি’র আয়োজনে এবং হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার ধান ও বীজ বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা