মাগুরার মহম্মদপুরের রাড়ীখালী গ্রামে সড়ক দুর্ঘটনায় তরুন কুমার শীল (৩৫) নামে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন । বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক তরুন চাপাইনবাবগঞ্জ শহরের হিলিং রোডের আশুতোষ কুমার শীলের ছেলে ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় তরুন কুমার মোটর সাইকেল যোগে মাগুরা থেকে মহম্মদপুরের নোহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় রাড়খালি ইট ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইঞ্জিন চালিত ভ্যান (নাটা গাড়ি ) তাকে ধাক্কা দিলে তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান । পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক