জামালপুর সদরে নান্দিনা-বটতলা সড়কের বানারেরপাড় বাজারে কাঠবোঝাই গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণহানি হয়েছে। নিহতের নাম সাজু মিয়া (৩২)। সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান গণমাধ্যমকে বলেন, রানাগাছা ইউনিয়নের শেহড়াতলী গ্রামের আজিজুল হকের ছেলে সাজু মিয়া মোটরসাইকেলযোগে বানারেরপাড় যাচ্ছিলেন। এ সময় কাঠবোঝাই একটি ফাইটার গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/শফিক