লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অতিরিক্ত ফি দেওয়া কেন্দ্র করে বন্দরের উপ-পরিচালক (ডিডি) মনিরুল ইসলামের অপসারণের দাবি ও সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিকরা। এ ঘটনায় পাটগ্রাম সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
জানা যায়, ভারত, নেপাল ও ভুটানের যাত্রীরা প্রতিদিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর হয়ে পারাপার হন।পাসপোর্টধারী যাত্রী পারাপারে বন্দর ব্যবহারের জন্য সরকার নির্ধারিত ৪২ টাকা ৭৫ পয়সা ফি বন্দর কর্তৃপক্ষকে পরিশোধ করতে হয়। পাসপোর্টধারী যাত্রীরা দীর্ঘদিন ধরে ওই ফি পরিশোধ করে এলেও সোমবার স্থলবন্দরের ডিডি মনিরুল ইসলাম যাত্রী প্রতি ৪২ টাকা ৭৫ পয়সার স্থলে একশ টাকা দিতে হবে বলে বন্দরের যাত্রী পরিবহনে নিযুক্ত পরিবহন শ্রমিকদের জানান। এর প্রতিবাদ জানায় পরিবহন শ্রমিকরা।
বিডি-প্রতিদিন/শফিক