মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আরদিপাড়া এলাকা থেকে শ্রীনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করা হয়।
শ্রীনগর থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন জানান উপজেলার আরদিপাড়া গ্রামের মৃত মরন ফকিরের ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে ২০০৩ সালে শ্রীনগর থানায় একটি ডাকাতি রুজু হয়। সেই মামলায় মুন্সীগঞ্জ সহকারী জর্জ আদালতের বিচারক তার বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে সে পলাতক ছিল।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৯/মাহবুব