শরীয়তপুর প্রতিনিধি: “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব শেখ মুহাম্মদ রেফাত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।
এছাড়াও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি বলেন, বিদেশে কর্মরত আমাদের দেশের শ্রমিকদের রেমিটেন্স বর্তমানে আমাদের দেশের অর্থনীতির অন্যতম ভীত। তাই আমরা যদি আমাদের বিদেশগামী শ্রমিকদের দক্ষ করে পাঠাতে পারি তাহলে আমাদের বৈদেশিক মূদ্রা অর্জনের পরিমাণ আরও অনেকগুণ বৃদ্ধি পাবে। সে লক্ষকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে প্রতি বছর অন্তত: এক হাজার দক্ষ শ্রমিক পাঠানোর লক্ষে প্রতি উপজেলায় টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং ইন্সষ্টিটিউট) পরিকল্পনা গ্রহণ করেছেন। যা আমাদের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ