আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচন। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম।
আজ দুপুরে সংশ্লিষ্ট প্রিজাইডি কর্মকর্তাদের মাঝে ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে- ছবিসহ ভোটার তালিকা, ব্যালট পেপার, ব্যালট বক্স, অমোচনীয় কালিসহ অন্তত ৩০ ধরনের উপরকরণ।
এদিকে, সকাল ১০ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে ব্রিফিং হয়েছে। ভোটের দিন দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ব্রিফিং করেন ভারপ্রাপ্ত কমিশনার সুজায়েতুল ইসলাম। এসময় তিনি পুলিশ সদস্যদের কঠোরভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পবা উপজেলা নির্বাচনে এবার দু’লাখ ২৮ হাজার ১২৭জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৭৯টি। এরমধ্যে ৬৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এখানে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ৩জন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ