জিংক ধানের পুষ্টিগুণ নিয়ে চাল ব্যবসায়ীদের সঙ্গে ফরিদপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী স্থানীয় এনজিও ফোরাম কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর আচার্য্য।
এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল, হার্ভেস্ট প্লাস বাংলাদেশের প্রতিনিধি জাহিদ হাসান, এস এম কুদ্দুস মোল্লা, কুদ্দুস মিয়া, সিরাজুল ইসলাম, সিদ্দিকা ইয়াসমিন মিলি প্রমুখ।
হার্ভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা একেকে’র আয়োজনে এ অনুষ্ঠানে ফরিদপুর ও রাজবাড়ি জেলার ২০ জন চাল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম