১৭ জুন, ২০১৯ ১৭:১৩

টেকনাফে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

টেকনাফে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। 

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান, সকালে উখিয়া হতে টেকনাফগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা (কক্সবাজার-থ-১১-৩৪৭৬) উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে থামানোর সংকেত দেওয়া হয়। এরপর চেকপোষ্টে নিয়োজিত টহল কমান্ডার হাবিলদার আবু তাহেরের নেতৃত্বে অটোরিক্সায় তল্লাশী চালিয়ে কৌশলে লুকানো ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার বালুখালী এলাকার মৃত সোলতান আহমদের ছেলে মো. শামসুল আলম (৪২) ও একই এলাকার সোলতান আহমদের স্ত্রী মোছাম্মৎ নুর বেগম (৩০)।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ফেন্সিডিলসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর