১৭ জুন, ২০১৯ ১৭:১৮

'প্রতিজনের প্রতিদিন প্রয়োজন ২০০গ্রাম ফল'

কুমিল্লা প্রতিনিধি:

'প্রতিজনের প্রতিদিন প্রয়োজন ২০০গ্রাম ফল'

কুমিল্লার সাংবাদিকদের সাথে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা অঞ্চল। সোমবার কুমিল্লার শাসনগাছাস্থ অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিজন মানুষের প্রতিদিন প্রয়োজন ২০০ গ্রাম ফল খাওয়া। তবে বাংলাদেশে গড়ে তা গ্রহণ করছে ৪৫ গ্রাম। একটু সচেতন হলে আমরা অপুষ্টি থেকে রক্ষা পেতে পারি।

সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ। কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা অঞ্চলের কৃষি তথ্য অফিসার আসিফ ইকবালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারি কুমিল্লা অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. কৃষিবিদ উবায়দুল্লাহ কায়সার, বিনা কুমিল্লা অঞ্চলের উর্ধ্বতন বৈজ্ঞানিক ও প্রধান ড. মোসাম্মত সিফাতে রাব্বানা খানম এবং ড. মামুনুর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ পরিচালক মহসিন মিয়াজী। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর