১৮ জুন, ২০১৯ ১১:২৯

পবায় বেলা বাড়লেও ভোটার বাড়েনি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পবায় বেলা বাড়লেও ভোটার বাড়েনি

রাজশাহীর পবা উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। তবে বেলা বাড়লেও বাড়েনি ভোটার উপস্থিতি। বেলা ১১টা পর্যন্ত শিতলাই রফাতুল্লাহ আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৯০টি। এ কেন্দ্রের ভোটার ২ হাজার ২১৬।

একই অবস্থা দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রের ৫টি বুথের কোনোটিতে ৪০ আবার কোনোটিতে ৪৫টি করে ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোট দিয়েছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী আশরাফুল হক তোতা।

দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, ভোটার উপস্থিতি সকাল থেকেই কম। তবে ধীরে ধীরে বাড়ছে। আশেপাশের কেন্দ্রগুলোর চেয়ে এই কেন্দ্রের ভোটার উপস্থিতি কিছুটা বেশি।

পবা উপজেলা নির্বাচনে এবার ভোটার দু’লাখ ২৮ হাজার ১২৭জন।  ভোটকেন্দ্রের সংখ্যা ৭৯টি। এর মধ্যে ৬৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

এখানে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ৩ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর