শিরোনাম
২৫ জুন, ২০১৯ ১৮:০২

এসপির হস্তক্ষেপে সেই বৃদ্ধা মাকে নিজের অট্টালিকায় নিলেন ছেলে

নরসিংদী প্রতিনিধি:

এসপির হস্তক্ষেপে সেই বৃদ্ধা মাকে নিজের অট্টালিকায় নিলেন ছেলে

স্ত্রী-সন্তান নিয়ে ছেলে থাকেন অট্টালিকায়, আর শত বয়সী বৃদ্ধা মা থাকেন অন্ধকার ভাঙা ঘরে- এমন খবর গণমাধ্যমে প্রচার হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসে জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদের। এরপর তার হস্তক্ষেপে দুই দিনের মাথায় সেই বৃদ্ধা মাকে নিজের অট্টালিকায় তুলে নিয়েছেন ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কিরণ শিকদার। 

জানা যায়, কিরণ শিকদার তার মা বৃদ্ধা মরিয়ম বেগমকে গত রমজান মাসে স্ত্রীর কথায় নিজের তিন তলা ভবনে না রেখে পাশের একটি ভাঙা ঘরে ভাড়াবাসায় একা রেখে যায়। সেখানে ওই বৃদ্ধা মা মানবেতর জীবন-যাপন করেন। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নরসিংদী পুলিশ সুপারের নজরে আসে। পরে তাৎক্ষণিক পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ (বিপিএম) এর হস্তক্ষেপে বৃদ্ধা মায়ের ছেলেকে পলাশ থানায় নিয়ে আসেন। এরপর ছেলে মাকে নিজের কাছে রাখবে বলে অঙ্গিকার করে ছাড়া পায়। 

মঙ্গলবার দুপুরে সরেজমিনে কিরণ শিকদারের ভবনে গিয়ে দেখা যায়, ভবনের ২য় তলায় মাকে নিয়ে অবস্থান করছেন কিরণ ও তার পরিবার। সেখানে অনেকটা হাসি-খুশিতে সময় পার করছেন বৃদ্ধা মরিয়ম বেগম। দুই দিন আগেও যেই বৃদ্ধা মাটিতে বিছানা করে শুয়েছিল, তিনি এখন আলিসান খাটে শুয়ে-বসে সময় পার করছেন। 

ছেলের বাসায় এসে কেমন লাগছে জানতে চাইলে মরিয়ম বেগম বলেন, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। একা একা আমার কোথাও থাকতে ভালো লাগে না। জীবনের বাকি দিনগুলো ছেলে, নাতি-নাতনি ও পুত্রবধূকে নিয়ে থাকতে চাই। 

বৃদ্ধা মায়ের ছেলে কিরণ শিকদার জানান, মাকে কাছে পেয়ে আমারও খুব আনন্দ লাগছে। মার যেখানে ভালো লাগবে সেখানেই থাকবে। যতদিন বেঁচে থাকি নিজের কাছে রেখে মায়ের সেবা-যত্ন করে যাবো।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর