কুমিল্লার বুড়িচং উপজেলার খ্যাতিমান ব্যক্তিত্ব বিএম কুদ্দুসের স্মরণে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শংকুচাইল ডিগ্রি কলেজ মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সমাজ সেবক ও রাজনীতিবিদ বিএম কুদ্দুসের শিক্ষার প্রসার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন।
পারভেজ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নওয়াব ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, সমাজ সেবক ফিরোজ আহমেদ খান, মাসুদুর রহমান মাসুদ, আনিসুর রহমান, আবদুল মান্নান খান, আবুল কালাম আজাদ, ঢাকা মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান খান, ময়নামতি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম শাহীন, শংকুচাইল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার ভুইয়া, মরহুমের ছেলে মাসুদ রানা আজিম ও দৌহিত্র বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সহ সম্পাদক রণক ইকরাম।
মরহুমের আসল নাম আবদুল কুদ্দুস হলেও শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ায় তাকে শ্রমিকরা বিএম (বিপ্লবী মোহাম্মদ) উপাধি দেন। গত ৮জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন