কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীন ঈদগাহ ময়দান শোলাকিয়ার ঐতিহ্য রক্ষার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সরকারের কাছে এ আহ্বান জানান তারা।
প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, প্রবীণ সাংবাদিক সুবীর বসাক, সাইফউদ্দীন আহমেদ লেনিন, আবু তাহের, আনিসুজ্জামান খোকন, আনোয়ারুল ইসলাম ভূইয়া, ফাইজুল হক গোলাপ, আল আজহার, মাহবুবুল আলম নজরুল, এম.এ. আজিজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্যকে কোন অবস্থাতেই ম্লান হতে দেওয়া যায় না। সরকার মসজিদ কমপ্লেক্স নির্মাণের যে উদ্যোগ নিয়েছে, এটাকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, মসজিদ কমপ্লেক্সটি ঈদগাহে হলে ঈদগাহের ঐতিহ্য যেমন নষ্ট হবে, তেমনি এর পরিধিও কমে যাবে। এ অবস্থায় শোলাকিয়া ঈদগাহের সামনের গরুর হাটটি অন্যত্র স্থানান্তর করে সে জায়গায় মসজিদ কমপ্লেক্স নির্মাণের দাবি জানানো হয়।
এ দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশসহ প্রয়োজনে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন।
বিডি প্রতিদিন/হিমেল