কুমিল্লা নগরীতে একটি ট্রাক চাপায় মাজেদা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার নগরীর নুরপুরে এই দুর্ঘটনা ঘটে। তিনি জেলার বরুড়া উপজেলার খোশবাস গ্রামের বাসিন্দা সাবেক পুলিশ কর্মকর্তা মৃত আবদুল লতিফের স্ত্রী। মাজেদা বেগমের বড় ছেলে র্যাব-১২ এর কর্মরত অ্যাডিশনাল এসপি আবুল কাশেম।
মাজেদা বেগমের ছোট ছেলে অ্যাড. মনির হোসেন জানান, মঙ্গলবার মনোহরপুর সোনালী ব্যাংক থেকে বাবার পেনশন তুলে নুরপুর বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নুরপুরে আফসান কমিশনারের বাসার সামনে ব্যাটারিচালিত অটোরিকশাটি পৌঁছালে চকবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের বহন করা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা মারে। এত ঘটনাস্থলেই তার মা মারা যান। ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক বলেন, নুরপুরে ট্রাক চাপায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। এখনও কোন মামলা হয়নি। ট্রাকটিও আটক করা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক