পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বন্দর এলাকায় গরু চোর সন্দেহে জামাল হোসেন হাওলাদার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জামাল হোসেন হাওলাদার (৪৫) পিরোজপুর সদর উপজেলা শারিকতলা-ডুমতিলা ইউনিয়নের কুমরিমারা আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের পুত্র।
পিরোজপুর সদর থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাতে দুইটার দিকে খবর পায় হুলারহাটের কঁচা নদী দিয়ে ট্রলারে করে কেউ চুরি করা গরু নিয়ে যাচ্ছে। এ খবর পাওয়ার পরে তারা খোঁজ নেয়া শুরু করে। এরপর রাত তিনটার দিকে পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম তাদেরকে খবর দেন হুলারহাট বন্দর এলাকার খালে একটি ট্রলারে ৪টি গরুসহ জামাল আহত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ হুলারহাট বন্দর এলাকায় খাল থেকে একটি ট্রলারে ভিতর থেকে জামালকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় ট্রলার ও ট্রলারে থাকা ৪টি গরু জব্দ করা হয়। হাসপাতালে থাকা জামাল বুধবার সকালে মারা যান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পিরোজপুর জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন সকাল ৯টায় জানান, তিনি এ বিষয়ে অবগত নয়। তাকে এ বিষয়ে কোন তথ্য লিখিত জানানো হয়নি। তাই তিনি কিছুই বলেতে পারবেন না।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, নিহত জামালের নামে পিরোজপুরসহ বিভিন্ন থানায় চুরি ও খুনসহ ৭টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/মাহবুব