নেত্রকোনার পূর্বধলায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দিলীপ চন্দ্র বর্মন (৩৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জারিয়া ইউনিয়নের পাগলা বিলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দিলীপ চন্দ্র বর্মন উপজেলার বাড়হা পশ্চিমপাড়া গ্রামের মৃত গিরিশ চন্দ্র বর্মনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলে দিলীপ চন্দ্র বর্মন গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে স্থানীয় পাগলা বিলের পাশে বর্ণি গাঙ্গ নামে পরিচিত একটি খালে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে বর্ণি গাঙ্গে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম নান্টু জানান, দিলীপ মৃগী রোগী ছিল। ধারণা করা হচ্ছে সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা গেছে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক