ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া থেকে মীরা বেগম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী মো. রকিবুল ইসলাম (২৮) পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত দুই মাস আগে উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা চরপাড়া গ্রামের তাহিদুল শেখের মেয়ে মিরা বেগমের বিয়ে হয় একই উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মো. রকিবুল ইসলামের সাথে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই রেশ ধরে মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সন্ধ্যার পরে কোন এক সময় মিরা বাড়ির পাশে কুমার নদীর পাড়ের একটি বাগানে বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
মৃত গৃহবধূর মা লায়লী বেগম বলেন, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। আমরা ঝগড়া বিবাদের সংবাদ পেয়ে আমার মেয়েকে আনতে যাই। মেয়ের প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে মেয়ের আত্মহত্যার খবর পাই। এটি হত্যা না আত্মহত্যা আমি বলতে পারছি না।
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক এম ইমরান হোসেন বলেন, নিহতের পরিবারের মাধ্যমে সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ময়না তদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত এটি আত্মহত্যা না হত্যা বলা যাচ্ছে না। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য মৃত দেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক