সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও সংসদের বিরোধী দলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ সুনামগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস চলাচল নিয়ে প্রশাসন, বাস মালিক ও যাত্রী সাধারণের মধ্যে চলামান টানাপড়েন নিয়ে মন্তব্য করেতে গিয়ে বলেছেন, জনদাবির প্রেক্ষিতে এই রুটে বিআরটিসির বাস নামানো হয়েছে। পরিকল্পনামন্ত্রীসহ এই এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তব্যক্তিরা এই সার্ভিস উদ্বোধন করেছেন। সড়ক সরকারের, গাড়িও সরকারের, কাজেই এটি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হবে কেন? বিআরটিসি বাস চলবে সরকারি নির্দেশনায়, এখানে বাস মালিক সমিতি গাড়ির সংখ্যা নির্ধারণ করে দেবে কীভাবে? এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
তিনি বলেন, বাস মালিকরা যদি উন্নত সেবা নিশ্চিত করতে পারতেন, তবে বিআরটিসির বাসের দাবি উঠতো না। যতদিন না তারা তাদের সেবার মান উন্নত না করেন, ততদিন তারা বিআরটিসি বন্ধের ব্যাপারে কথা বলার নৈতিক অধিকার তাদের নেই।
সুনামগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখা ও বাসের সংখ্যা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।
বুধাবার দুপুরের সুনামগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় দৈনিক সুনামগঞ্জের সময়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার।
সুনামগঞ্জের সমস্যা ও সম্ভাবনার কথা নির্ভিকতার সাথে তুলে আনার জন্য দৈনিক সুনামগঞ্জের সময়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান অতিথিরা।
বিডি-প্রতিদিন/মাহবুব