বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আটকদের মধ্যে ছয় কিশোরকে যশোর শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকেল চারটায় এই সংশোধনাগারে প্রবেশ করে তারা। এদের প্রত্যেকের বয়স ১৮ বছরের কম হওয়ায় গত ৩ সেপ্টেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এদেরকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন যে ছয় কিশোরকে যশোর শিশু কিশোর সংশোধনাগারে নেয়া হয়েছে তারা হলো রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফারাজী (১৭), ওলিউল্লাহ ওরফে ওলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬)। এর আগে রাতুল শিকদার জয় (১৬) নামে আরও এক কিশোরকে এ সংশোধনাগারে পাঠানো হয়। এ নিয়ে এ মামলায় মোট ৭ কিশোরকে যশোর সংশোধনাগারে পাঠানো হলো।
এর আগে, বুধবার সকাল ৮টায় বরগুনা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এ ছয় কিশোরকে যশোরের উদ্দেশে পাঠানো হয়। যশোর শিশু-কিশোর সংশোধনাগারের এডি আব্দুল্লাহ আল মাসুদ জানান, ছয় কিশোরকে সংশোধনাগারে রাখা হয়েছে। এর আগেও এ মামলায় আটক এক কিশোরকে এখানে পাঠানো হয়েছিল। সব মিলিয়ে এখন এ মামলায় আটক সাত কিশোর যশোর শিশু কিশোর সংশোধনাগারে আছে।
গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সারাদেশে আলোড়ন সৃষ্টি করে।
বিডি-প্রতিদিন/মাহবুব