সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত উপজেলা পর্যায়ের ‘মৌসুমী প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে ও কালীজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা। আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সামসেদুর রহমান, সুহেল রানা।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা ৬ বিভাগে দলীয়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। পর্যায়ক্রমে বিভাগীয় ও দেশ সেরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম