ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলার পৃথক দু’টি বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ে এবং চরফ্যাশন উপজেলার এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে লালমোহন ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সততা স্টোরের উদ্বোধন করেন দুদকের পরিচালক নাসিম আনোয়ার।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পরিচালক মো. জুলফিকার আলী, দুদকের বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রণজিত কুমার কর্মকার, লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খোন্দকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, লালমোহন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রিপন শান, সদস্য মো. জসিম জনি, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।
উদ্বোধনকালে দুদকের পরিচালক নাসিম আনোয়ার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। ব্যক্তিজীবন গঠনে সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রত্যেককে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। বিক্রেতাবিহীন সততা স্টোরে শিক্ষার্থীদের নিত্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ছাড়াও হালকা খাদ্য সামগ্রী রয়েছে। শিক্ষার্থীরা প্রয়োজন মত দ্রব্যাদি ক্রয় করবে এবং নিজেই গায়ে লেখা মূল্য পরিশোধ করবে।
পরে চরফ্যাশন উপজেলার এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ে আরও একটি সততা স্টোরের উদ্বোধন করেন দুদক পরিচালক নাসিম আনোয়ার।
শিক্ষার্থীদের মাঝে যাতে সততার বিষয়টি গ্রথিত হয়ে যায় সেই লক্ষ্যে দুদুকের অর্থায়নে এই সততা স্টোর চালু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন