টাঙ্গাইলের সখীপুরে বংশাই নদীতে পানিতে ডুবে সোহান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বংশাই নদীতে আঞ্চলিক ‘সেলু লঞ্চ’ ডুবে তার মৃত্যু হয়। সে উপজেলার কালিয়ান নামাপাড়া এলাকার মাসুম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শালগ্রামপুর থেকে পোল্ট্রি খামারে মুরগী রাখার খাঁচা নিয়ে নলিক বিল হয়ে কাউলজানি যাওয়ার পথে একটি ‘সেলু লঞ্চ’ বংশাই নদীতে ডুবে যায়। দূর থেকে এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে দৌঁড়ে যায়। প্রায় দুইঘণ্টা খোঁজাখুঁজি করে মালামালসহ সোহানের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
বিডি-প্রতিদিন/শফিক