ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চারটি প্রাথমিক ও তিনটি উচ্চ বিদ্যালয়ের মোট ৮৪ জন শিক্ষার্থী এতে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে ও বিএস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল মো. বাহাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মূর্তজা আহসান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামালউদ্দীন আহম্মদ, সুজন কুমার শাহা।
সারা দেশব্যাপী বাংলাদেশ শিশু একাডেমীর পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের অংশ হিসেবে অত্র উপজেলায় দেশাত্ববোধক জারী গান, জ্ঞান জিজ্ঞাসা, দলীয় লোক নৃত্য, দেয়ালিকা, উপস্থিত বিতর্ক, দলীয় অভিনয় এ ছয়টি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমী ফরিদপুর জেলা শাখায় জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম