বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মুঠোফোন নাম্বার ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র।
এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেন আগৈলঝাড়া ইউএনও বিপুল চন্দ্র দাস।
ইউএনও জানান, মঙ্গলবার তার অফিসের মুঠোফোন নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র উপজেলার রত্মপুর মাধ্যমিক বিদ্যালয়, মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়, রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে টাকা দাবি করে। বিষয়টি ওই প্রতিষ্ঠানের প্রধানরা পরবর্তীতে তাকে জানানোর পর তিনি ওই রাতেই আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরি করেন এবং একই সাথে ‘আগৈলঝাড়া উপজেলা’ নামে একটি ফেসবুক পেজে প্রতারক চক্রের খপ্পড়ে কাউকে না পড়ার জন্য সচেতনতামূলক পোস্ট দেন।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, জিডির অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন