আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ২৪ নং আসামি আরিয়ান শ্রাবনকে মিডিয়ার সাথে কথা না বলার শর্তে জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ বুধবার বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে অ্যাড. গোলাম মোস্তফা কাদের জামিনের প্রার্থনা করেন। তিনি বলেন, আসামি আরিয়ান শ্রাবন একজন শিশু। তার বয়স ১৬ বছর, সে স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। সে অপরাধের সাথে কোনভাবেই জড়িত নয়। পুলিশ ১৯ বছর দেখিয়ে তাকে চালান দিয়েছে এবং প্রাপ্ত বয়স্ক আসামিদের সাথে কারাগারে রাখার কারণে আরিয়ান শ্রাবণ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাড. সঞ্জিব দাস এ জামিনের বিরোধিতা করেন।
গত ৮ জুলাই রিফাত শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে শ্রাবণকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন দিয়েছেন হাইকোর্ট। গত ২৯ আগস্ট হাইকোর্ট মিন্নির জামিন আবেদন মঞ্জুর করেন।
বিডি-প্রতিদিন/শফিক