দিনাজপুরের হাকিমপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বাড়ি থেকে নাজমুন নাহার (১৫) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার হাকিমপুরের মাঠপাড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত নাজমুন নাহার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাইপাড়া গ্রামের একাব্বর হোসেনের মেয়ে। ছাত্রদল নেতার পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করা হলেও নিহতের পরিবারের দাবি নাজমুন নাহারকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এএসএম রেজা আহম্মেদ বিপুলের মাঠপাড়ার বাড়ি থেকে নাজমুন নাহারের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক