দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে গিয়ে মো. রাব্বী (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী মারা গেছে। নিহত রাব্বী বীরগঞ্জ উপজেলার দক্ষিণ সুজালপুর মিশনপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে বীরগঞ্জ কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ছিল।
আজ বুধবার সন্ধ্যা ৬টার সময় তার লাশ উদ্ধার করে বীরগঞ্জ উপজেলার দক্ষিণ সুজালপুর মিশনপাড়ার এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, মো. রাব্বী (১৪) বুধবার স্কুলে যায়নি। দুপুরে ৩ জন বন্ধু মিলে বাড়ির পাশে ঢেপা নদীর বুড়িদহ ঘাটে গোসল করতে যায়। নদীতে গোসল করার সময় প্রবল স্রোতে সে তলিয়ে যায়। এসময় অন্যরা চিৎকার করলে এলাকাবাসী এসে নদীতে খুঁজতে থাকে। সন্ধ্যা ৬ টর দিকে ঘাটের কিছুটা দূর থেকে রাব্বীর লাশ উদ্ধার করে এলাকাবাসী। বীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক