সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের চিলগাছায় বাস ও শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার জন আহতসহ একটি গরুও মারা গেছে।
বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক (৫০) সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী একটি বাস চিলগাছা এলাকায় পৌঁছালে একইদিকগামী একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিকে ওভারটেক করে। এতে ভটভটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মোজাম্মেল হক মারা যায় এবং আহত হয় অন্তত চার জন। এসময় ভটভটিতে থাকা একটি গরুও মারা যায়। লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন