বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে কারা ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগীতায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় এবং বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত ও বিতরণ করার অপরাধে ওই এলাকার মেসার্স জৈনপুরী এন্টারপ্রাইজের মালিক মো. সাইদুর ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। একই সময়ে একই অভিযোগে মেসার্স সিকদার এন্ড সন্সের প্রোপাইটর মো. নাঈম সিকদারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার